গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানার ভিতর থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালটি পুরুষের বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, কালীগঞ্জ উপজেলার সোমবাজার এলাকার খেলার মাঠ-সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গত বৃহস্পতিবার কচুরিপানার ভিতর হাড়গোড় দেখে স্থানীয়রা থানায় জানান। পুলিশ ঘটনাস্থলে এসে নিশ্চিত হয় এটি মানব কঙ্কাল। পরে টঙ্গী নৌ পুলিশকে জানালে তারা উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, কঙ্কালের ওপরের অংশে কোনো মাংস নেই, শুধু হাড় রয়েছে। বয়স জানা সম্ভব হয়নি। নিচের অংশে ছাপা লুঙ্গি থাকায় পুরুষের কঙ্কাল বলে নিশ্চিত হওয়া গেছে। নদী থেকে উদ্ধার হওয়ায় বিষয়টি নৌ পুলিশ তদন্ত করবে।
ওসি আরও বলেন, তাদের ধারণা কঙ্কালটি ১৫-২০ দিন আগের।
অন্য কোথাও থেকে কচুরিপানার সঙ্গে ভেসে এসেছে। আশপাশের সব থানায় বার্তা পাঠানো হবে। টঙ্গী নৌ পুলিশের এসআই মাহমুদুর রহমান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।