গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালায় কালভার্টের পাশে পড়ে থাকা কার্টন থেকে গতকাল এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে কালভার্টের পাশে স্থানীয়রা একটি কার্টন পড়ে থাকতে দেখেন। তাদের সন্দেহ হলে খুলে ভিতরে নবজাতকের লাশ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি তৌহিদ আহমেদ বলেন, বানিয়ারচালা থেকে ২-৩ দিনের এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।