বজ্রপাতে দিনাজপুরে এক কৃষক, জয়পুরহাটে এক কলেজছাত্র এবং বগুড়ায় স্কুলছাত্র প্রাণ হারিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
জয়পুরহাট : ক্ষেতলাল উপজেলায় আবদুল হান্নান জাফর (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার আমিরা গ্রামে এ ঘটনা ঘটে। হান্নান ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি আক্কেলপুর এম আর ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ক্ষেতলাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আবদুল হান্নান জমিতে কাজ করছিলেন।
দিনাজপুর : বিরামপুর উপজেলায় বজ্রপাতে ডিস্ট্রিক্ট প্রিন্স (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বিনাইল ইউনিয়নের চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডিস্ট্রিক্ট প্রিন্স ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
বগুড়া : বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে নিশাদ বৈরাগী (১১) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার নয়াপাড়া চরে এ ঘটনা ঘটে। নিশাদ বৈরাগী কাজলা ইউনিয়নের দক্ষিণ বেনীপুর এলাকার মৃণাল কুমার বৈরাগীর ছেলে। ওসি জামিরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।