নেত্রকোনা, সিরাজগঞ্জ ও চট্টগ্রামে পানিতে ডুবে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার রংছাতি ইউনিয়নের বাঘবেড় ও খারনৈ ইউনিয়নের গজারমারি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো- বাঘবেড় গ্রামের ওমর ফারুকের ছেলে জাবের ইবনে ওমর (১) ও গজারমারি গ্রামের রিপন মিয়ার ছেলে আজমাইন (৩)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকায় শিশুরা সবার অজান্তে পানিতে পড়ে যায়। অনেকক্ষণ না দেখে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের পুকুরে শিশুদের ভাসতে দেখেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে ডোবার পানিতে কাপড় পরিষ্কার করতে গিয়ে শিরিন বেগম (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চেঙখালী খাল থেকে আকতার বেগম (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।