প্রথম শ্রেণির পৌরসভা ঝিনাইদহের কালীগঞ্জ। এখানে অধিকাংশ এলাকায় নেই প্রয়োজনীয় সংখ্যক সড়কবাতি। কোথাও কোথাও ল্যাম্পপোস্ট বা বৈদ্যুতিক খুঁটি থাকলেও সেগুলোতে স্থাপিত বাতি দীর্ঘদিন ধরে নষ্ট। আবার কোনো স্থানে ল্যামপোস্ট থাকলেও তাতে বাতি নেই। ফলে সন্ধ্যা হলেই পৌর শহরে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। প্রধান সড়কেও চলাচল করতে হয় পাশের বাণিজ্যিক প্রতিষ্ঠানের লাইটের আলোতে। এ সুযোগ কাছে লাগাচ্ছে অপরাধীরা। সন্ধ্যার পর প্রায়ই ঘটছে চুরি-ছিনতাই। কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে শহর অভিমুখে রাস্তার ডিভাইডারে ১৩টি ল্যাম্পপোস্ট রয়েছে। যেখানে ২৬টি লাইটের মাধ্যমে রাতে আলো দেওয়ার ব্যবস্থা করা হয়। ২৬টি লাইটের মধ্যে ১৫টি নষ্ট। বাকিগুলোর নিভু-নিভু অবস্থায়। সবচেয়ে খারাপ অবস্থা পাড়া-মহল্লার রাস্তাগুলোর। ৩ নম্বর ওয়ার্ড ফয়লা হাসপাতাল সড়ক হয়ে হেলাই ব্রিজ পর্যন্ত কোনো বৈদ্যুতিক খুঁটিতে নিয়মিত লাইট জ্বলে না। মোবারকগঞ্জ রেলস্টেশন সড়কের অধিকাংশ বাতি নষ্ট। এ বিষয়ে নজর নেই পৌর কর্তৃপক্ষের। পৌরসভায় লাইট লাগানোর কথা বললেও তারা আমলে নেন না অভিযোগ বাসিন্দাদের। ৭ নম্বর ওয়ার্ডের শিবনগরের বাসিন্দা মানু দাস বলেন, এই এলাকায় খুঁটিতে বাতি লাগানোর কিছুদিনের মধ্যে প্রায় সব নষ্ট হয়ে যায়। সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর ভয়ে ভয়ে চলাচল করতে হয়। অথচ প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে তাদের কর ঠিকই দিতে হচ্ছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী এবং পৌর নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা কবীর হাচান বলেন, নানা কারণে ল্যাম্পপোস্ট কিংবা বৈদ্যুতিক খুঁটিতে থাকা বাল্বগুলো নষ্ট হয়। লাইটপোস্টে বাতি নষ্ট হয়ে গেলে সেগুলো সংস্কার করা ধারাবাহিক প্রক্রিয়া। নিম্নমানের লাইট ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন তিনি।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন
- নওগাঁয় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
- যে পাঁচ কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
- নেপালে লুট করা জিনিস বেচাকেনার বিরুদ্ধে সতর্কতা জারি
- রাকসু নির্বাচনে একাডেমিক ও দাফতরিক কার্যক্রম দু’দিন বন্ধ
- আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস
- আরাকান আর্মির কাছে বন্দি ১০৪ জন জেলে: বিজিবি সেক্টর কমান্ডার
- বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, স্নিগ্ধ বেকারিকে জরিমানা
- কুমিল্লা নগরীতে ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক
- স্ত্রীর পদবি গ্রহণ করতে পারবেন দক্ষিণ আফ্রিকার পুরুষরা
- ফাজিল স্নাতকের ফল প্রকাশ, পাশের হার ৯৫.০৫
- বগুড়ায় টাইফয়েড টিকার সমন্বয় সভা
- শেরপুরের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত