গাইবান্ধায় অনুমোদনহীন চারটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আহম্মেদ অভিযান চালিয়ে এসব সিলগালা করেন। এগুলো হলো- শহরের হাসপাতাল রোডের নিউ সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার, কাচারি বাজার এলাকার ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার, কলেজ রোডের সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও সদরের তুলশীঘাট বাজারের ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার।