ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উল্লেখযোগ্য হারে কমেছে যাত্রী পারাপার। একই সঙ্গে কমেছে পণ্য আমদানি-রপ্তানি। ভাটা পড়েছে যাত্রীদের ভ্রমণকর থেকে রাজস্ব আদায়ে। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আখাউড়া চেকপোস্ট দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে ৬০ হাজার ৪৫২ জন যাত্রী ভারত ভ্রমণ করেছেন। এই সময়ে ভ্রমণকর থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৬ কোটি ১ লাখ ৭০ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে এ বন্দর হয়ে ভারত গিয়েছেন ১ লাখ ৩৯ হাজার ১৫৪ জন। ভ্রমণকর থেকে সরকারের আয় হয়েছিল ১৩ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৫০০ টাকা, যা গত অর্থবছরের চেয়ে প্রায় ৮ কোটি বেশি। এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে ৪০ হাজার ৫০৯ জন যাত্রী বাংলাদেশে এসেছেন। ২০২৩-২৪ অর্থবছরে এসেছেন ৬৫ হাজার ৮৬৭ জন। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, ভিসা জটিলতার জন্য যাত্রী পারাপার কমেছে। আগের মতো এখন আর বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না। রাজস্বেও এর প্রভাব পড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে আখাউড়া দিয়ে পণ্য আমদানি হয়েছে ১৫৮ টন এবং রপ্তানি হয়েছে ৪৪ হাজার ৩২২ টন। ২০২৩-২৪ অর্থবছরে আমদানির পরিমাণ ছিল ৩৮ হাজার ৭৮৩ টন আর রপ্তানি ৫৪ হাজার ৪২২ টন। আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি নিছার উদ্দিন ভূঁইয়া বলেন, ভারতের বিধিনিষেধের কারণে রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়েছে। এটি শতভাগ রপ্তানিমুখী বন্দর। আগে যা আমদানি হতো, গত অর্থবছরে একেবারে কমে গেছে। বর্তমানে বন্দর দিয়ে মাছ, আটা, ময়দা, সিমেন্ট, মশারি রপ্তানি করা হচ্ছে। বন্দরের ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো নয়।
শিরোনাম
- ‘অভিনন্দন লিজেন্ড’— শাহরুখকে এ আর রহমান
- কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা
- ফেনীতে রেমিট্যান্স যোদ্ধা দিবসে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান
- ১২ দিন পর রবিবার খুলছে মাইলস্টোন কলেজ
- এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে
- চাঁদপুরে ৩ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান
- বাগমারায় শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
- আবারও পদ্মার ভাঙনে দিশেহারা কয়েক হাজার মানুষ
- সন্তানের শেষ মুহূর্তের গল্পে কাঁদলেন ‘জুলাইয়ের মায়েরা’
- পায়ের আঙুল এনে হাতে প্রতিস্থাপন, কুমিল্লার চিকিৎসকদের সাফল্য
- পণ্যে ২০ শতাংশ মার্কিন কাঁচামাল থাকলে শুল্ক লাগবে না : বিজিএমইএ সভাপতি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে দুই মরদেহ উদ্ধার
- পুণ্ড্র ইউনিভার্সিটির ইইই বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
- হেফজখানায় বসুন্ধরা শুভসংঘের কুরআন শরীফ বিতরণ
- এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির
- বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি
- গর্ভবতী স্ত্রীর চিকিৎসার টাকার জন্য ভ্যানচালককে খুন
- অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত ৫, রেললাইন অবরোধ করে বিক্ষোভ
- নওগাঁ ইসলামিয়া চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের উদ্বোধন
- রাঙামাটিতে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের পরিচিতি সভা