লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনাবাজার। বাজারের বাসস্ট্যান্ডে মহাসড়ক ঘেঁষে তালাবদ্ধ ফটক। দুই পাশের জায়গা দখল করে বসানো হয়েছে দোকান। ফটকের ভিতরে বাইরে আবর্জনার স্তূপ, ঝোপঝাড়। দ্বিতল ভবনে ঝুলে থাকা সাইনবোর্ডটিও মলিন। এমন চিত্র কবি শেখ ফজলল করিম স্মৃতি গণপাঠাগারের। যার অনেক সৃষ্টির মধ্যে অনবদ্য কবিতা ‘কোথায় স্বর্গ? কোথায় নরক?’।
কবির স্মৃতি ধরে রাখতে বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ২০০৫ সালে পাঠাগারটি প্রতিষ্ঠা করে। ২০১০ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এক নেতার ‘রোষানলে’ পড়ে পাঠাগারটি। এরপর ১৬ বছর ধরে তালাবদ্ধ পড়ে আছে। কবির জন্মভিটায় থাকা স্মৃতিগুলোও হারাতে বসেছে।
অভিযোগ রয়েছে, কাকিনা ইউপি চেয়ারম্যান (পলাতক) আওয়ামী লীগ নেতা তাহির তাহু ছিলেন শেখ ফজলল করিম স্মৃতি গণপাঠাগারের সভাপতির দায়িত্বে। গত ১৬ বছরে ওই এলাকার সবকিছুতেই ‘দাদাগিরি’ করতেন তিনি। সভাপতি হয়েও পাঠাগার চালু কিংবা কবির স্মৃতি রক্ষার উদ্যোগ নেননি। কালীগঞ্জের ইউএনও জাকিয়া সুলতানা বলেন, ‘কিছুদিন আগে এ উপজেলায় এসেছি। পাঠাগারের বিষয়ে খোঁজখবর নিয়ে কবির স্মৃতিচিহ্ন রক্ষায় উদ্যোগ নেওয়া হবে।’
বাংলা সাহিত্যের কবি-সাহিত্যিকদের মধ্যে অন্যতম শেখ ফজলল করিম। যিনি কালীগঞ্জ উপজেলার কাকিনায় ১৮৮৩ সালের ১৪ এপ্রিল জন্মগ্রহণ করেন। ১৯৩৬ সালের ২৮ সেপ্টেম্বর জন্মভিটায়ই মারা যান। তিনি ‘সাহিত্যবিশারদ’, ‘কাব্যরত্নাকর’ ও ‘নীতিভূষণ’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। সরেজমিনে দেখা যায়, ‘কবিবাড়ি’র উঠানের এক পাশে চিরনিদ্রায় শায়িত শেখ ফজলল করিম। আধাপাকা বাড়ির এক কক্ষে এখনো আছে কবির কিছু স্মৃতিচিহ্ন। যথাযথ সংরক্ষণের অভাবে তা নষ্টের উপক্রম।