শিক্ষক নিয়োগের এক দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবন তালা দিয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। গতকাল প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে তালা দেন শিক্ষার্থীরা। চার ঘণ্টা পর তারা আবার তালা খুলে দেন। শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, ‘আমরা গত ২১ জুলাই প্রশাসনিক ভবন তালা দিতে এসেছিলাম, তখন প্রশাসন আমাদের থেকে সময় চেয়ে নেয়। তারপর প্রশাসন ইউজিসির সঙ্গে আলোচনা করে জানায়, ৩১ জুলাই মধ্যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে। ওই দিন প্রশাসন জানায়, ইউজিসি থেকে কোনো সিদ্ধান্ত আসে নাই।’ উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, ইউজিসি থেকে গতকাল চিঠি এসেছে। এতে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে ৬ আগস্ট মিটিং আছে।