গাজীপুরের টঙ্গী মিরের বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় হাফিজা খাতুন (২০) ও তার স্বামী রিপন মিয়া (২৩) ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের মধ্যে হাফিজার শরীরের ৭৬ শতাংশ ও রিপনের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গত ৩ আগস্ট ঘটনার দিন হাসপাতালে নেওয়ার পথে তাদের চার মাস বয়সি ছেলে রায়হান মারা যায়। রিপনের মামা ফেরদৌস আহামেদ জানান, ৩ আগস্ট ভোরে বৈদ্যুতিক সুইস দিতেই গ্যাস বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে স্বামী-স্ত্রী ও তাদের একমাত্র সন্তান পুড়ে যায়। তিনি আরও জানান, ঘটনার দুই দিন আগে ঘরে সিলিন্ডার কিনে এনে লাগানো হয়েছিল। ভোরের দিকে ছেলের কান্নাকাটিতে উঠে দ্রুত সুইস দিতেই এ দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঘোষপাড়া গ্রামে রিপনের বাড়ি। পাশের গ্রামে পূর্ব পারুলীতলা তার স্ত্রী হাফিজা খাতুনের বাড়ি। দেড় বছর আগে তাদের বিয়ে হয়। রিপন একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের চাকরি করতেন। হাফিজা ছিল গৃহিণী।