গাজীপুরের জয়দেবপুর লেভেল ক্রসিং এলাকায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ইঞ্জিনসহ ওই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই নাদির উজ-জামান জানান, রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে প্রবেশের জন্য লেভেল ক্রসিংয়ে পৌঁছায়। হঠাৎ ট্রেনের ইঞ্জিনসহ তিন-চারটি বগি লাইনচ্যুত হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ শেষে রাত ১০টা ৩৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ঢাকাগামী আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আকস্মিক আগুন ধরার ঘটনা ঘটেছে। জামালপুর জংশন রেলওয়ে স্টেশন মাস্টার আক্তার হোসাইন শেখ জানান, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার পরই ইঞ্জিনে আকস্মিক আগুন ধরে। স্টেশনের পয়েন্টে থেমে গেলে নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে অন্য একটি ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিন সরিয়ে নেওয়া হয়।