বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় পলাতক থাকা ইউনিয়ন পরিষদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
বগুড়া : বিকালে শহরের পুরান বগুড়া আজিজুল হক কলেজের কাছে নিজের ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোস্তাক আহমেদ ওরফে লিংকন (৫২) কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
ব্রাহ্মণবাড়িয়া : কসবায় গ্রেপ্তার হয়েছে উপজেলার খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান রতন। ভোরে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কসবা থানার ওসি আবদুল কাদের বলেন, তিনি পরোয়ানভুক্ত পলাতক আসামি ছিলেন। গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।