নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটো রিক্সার ধাক্কা লাগায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে দুই অটোরিক্সা চালক আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রাত ৮ টায় আদমজী ইপিজেড এর রিমি গার্মেন্টস সংলগ্ন পকেট গেইট এলাকায় শিমরাইল চাষাড়া সড়কে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, শরিফ (২২) ও আকাশ (২৭)। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।