দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল আদিবাসী নারী শক্তি মঞ্চ ও আদিবাসী নারী পরিষদের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের উন্নয়নে আদিবাসীদের অবদান ও অর্জনকে স্বীকৃতি দিতেই জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। আদিবাসীরা মানবাধিকার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। সম্পূর্ণ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারাকে ঠেলে দেওয়া হয়েছে। ক্রমাগতভাবে ওদের ভূমি অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। নিজ ভূমিতে পরবাসীতে পরিণত হওয়া এই সব মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা তো দূরের কথা, এখন আত্মপরিচয়, মাতৃভাষা, সংস্কৃতি ও অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে।