বগুড়ার শাহজাহানপুরে বাস চাপায় অটোরিকশা আরোহী দুই ভাই নিহত হয়েছেন। এ ছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরে ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
বগুড়া : শুক্রবার রাতে শাহজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই ভাই নিহত হয়েছেন। তারা হলেন- শেরপুর উপজেলার হযরত আলীর দুই ছেলে আকাশ (২৫) ও আরিফ (২১)। সিরাজগঞ্জ : শাহজাদপুরের বাঘাবাড়িতে বাস ও সিএনজির সংঘর্ষে সিএনজিচালক নিহত হয়েছেন। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিপু নামের ১০ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।