পানি নিষ্কাশনের পথ ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জয়পুরহাটের কালাই পৌরশহরের আঁওড়া মহল্লার মাঠের ৫০০ একরের বেশি আমন ধান খেত। রোপণের মাত্র কয়েকদিন পর এসব খেত পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বিপুল সংখ্যক কৃষক। তবে কৃষি কর্মকর্তা বলছেন, দ্রুত পানি নেমে গেলেই ফসল রক্ষা হবে। আঁওড়া মহল্লার বাসিন্দা ডবলু মিয়া বলেন, ‘পানিতে তলিয়ে সব শেষ হয়েছে। কিস্তি তুলে পুকুরে মাছ ছেড়েছি, সব মাছ চলে গেছে। ফসলও ডুবে গেছে পানিতে। এখন কিস্তি দেব কীভাবে? পানি পার হচ্ছে না, পানি আরও বাড়তেছে।’ কালিমহর মহল্লার বাসিন্দা তানজিরুল ইসলাম রানা বলেন, ‘আলুর আবাদ করে দাম পাইনি। এবারও আগাম জাতের ধান আবাদ করেছি, রোপণের এক মাস যেতে না যেতেই পানিতে তলিয়ে গেছে। আবার চারা পাব কোথায়।’ সরেজমিন জেলার কালাই পৌরশহরের আঁওড়া মহল্লার মাঠে দেখা যায়, পানির নিচে ফসলের খেত। কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে যেদিক দিয়ে পানি নিষ্কাশন হতো, সে পথ বন্ধ হয়ে যাওয়ায় গড়ে পানি বৃদ্ধি পাচ্ছে। রোপণের শুরুতেই যে অবস্থা, তাতে তাদের লোকসান গুনতে হবে। আঁওড়া মহল্লার মকবুল হোসেন বলেন, ‘এই মাঠে দুই বিঘা ধান লাগিয়েছি। সার ও ওষুধও দিয়েছি। গাছগুলো সবুজ হয়ে উঠেছে। বুধবার রাতের বৃষ্টিতে সব ধান গাছ ডুবে গেছে। পচনও ধরেছে। পানি নিষ্কাশনের পথ যদি ভরাট না করত, তাহলে সঙ্গে সঙ্গেই পানি নেমে যেত। দু-এক দিনের মধ্যে পানি নামার ব্যবস্থা না করলে সব খেত নষ্ট হয়ে যাবে। আবার নতুন করে রোপণ করতে হবে। চারা পাব কোথায়? আমরা এখন কী করব।’ উত্তরপাড়া মহল্লার বাসিন্দা মেজবাহুল ইসলাম বলেন, রাস্তার পাশে পানি নিষ্কাশনের সব পথ ভরাট দেওয়ার কারণে মাঠের ফসল পানিতে তলিয়ে গেছে। কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ‘শুধু আঁওড়াতেই নয়, পুরো উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে ফসল তলিয়ে গেছে। উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। তদন্তপূর্বক দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- পীরগাছায় ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত
- রাজধানীতে রাতভর বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা
- শাহজালাল বিমানবন্দর থেকে ৯২৫ কচ্ছপ উদ্ধার
- ৪৯তম বিসিএস: আইনশৃঙ্খলা রক্ষায় থাকবে ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ফিলিপাইনে ভূমিকম্প; নিহতের সংখ্যা বেড়ে ২৭
- ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- গণমাধ্যমের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ ৬ অক্টোবর
- আজ থেকে টানা ৪ দিনের ছুটি শুরু
- এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে কাইরাতকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
- জুবিন গর্গের মৃত্যু: সিঙ্গাপুরে যাচ্ছেন আসামের বিশেষ তদন্তকারী দল
- সোনারগাঁয়ে অভিযান, ৫২৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
- ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের যোগ্যতাগুলো বলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুর্গোৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করতে পারে : শামা ওবায়েদ
- রোহিঙ্গা গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি বানাল মিয়ানমার সেনারা
- ভারতে নদীতে মিলল দুর্নীতি নিয়ে প্রতিবেদন করা সাংবাদিকের লাশ
- চরফ্যাশন জামায়াতের ৪৫ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
- আফগানিস্তানে ইন্টারনেট বন্ধে ফ্লাইট, হাসপাতাল, অফিস অচল
- ‘ফাঁসির আসামিদের কক্ষে’ ইমরান খান: পরিবার-সমর্থকদের শঙ্কা
- বঙ্গোপসাগরে ফের জেলে অপহরণ, ১৪ জনকে নিয়ে গেল আরাকান আর্মি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ড. ইউনূসের ৭ দফা সুপারিশ