পানি নিষ্কাশনের পথ ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জয়পুরহাটের কালাই পৌরশহরের আঁওড়া মহল্লার মাঠের ৫০০ একরের বেশি আমন ধান খেত। রোপণের মাত্র কয়েকদিন পর এসব খেত পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বিপুল সংখ্যক কৃষক। তবে কৃষি কর্মকর্তা বলছেন, দ্রুত পানি নেমে গেলেই ফসল রক্ষা হবে। আঁওড়া মহল্লার বাসিন্দা ডবলু মিয়া বলেন, ‘পানিতে তলিয়ে সব শেষ হয়েছে। কিস্তি তুলে পুকুরে মাছ ছেড়েছি, সব মাছ চলে গেছে। ফসলও ডুবে গেছে পানিতে। এখন কিস্তি দেব কীভাবে? পানি পার হচ্ছে না, পানি আরও বাড়তেছে।’ কালিমহর মহল্লার বাসিন্দা তানজিরুল ইসলাম রানা বলেন, ‘আলুর আবাদ করে দাম পাইনি। এবারও আগাম জাতের ধান আবাদ করেছি, রোপণের এক মাস যেতে না যেতেই পানিতে তলিয়ে গেছে। আবার চারা পাব কোথায়।’ সরেজমিন জেলার কালাই পৌরশহরের আঁওড়া মহল্লার মাঠে দেখা যায়, পানির নিচে ফসলের খেত। কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে যেদিক দিয়ে পানি নিষ্কাশন হতো, সে পথ বন্ধ হয়ে যাওয়ায় গড়ে পানি বৃদ্ধি পাচ্ছে। রোপণের শুরুতেই যে অবস্থা, তাতে তাদের লোকসান গুনতে হবে। আঁওড়া মহল্লার মকবুল হোসেন বলেন, ‘এই মাঠে দুই বিঘা ধান লাগিয়েছি। সার ও ওষুধও দিয়েছি। গাছগুলো সবুজ হয়ে উঠেছে। বুধবার রাতের বৃষ্টিতে সব ধান গাছ ডুবে গেছে। পচনও ধরেছে। পানি নিষ্কাশনের পথ যদি ভরাট না করত, তাহলে সঙ্গে সঙ্গেই পানি নেমে যেত। দু-এক দিনের মধ্যে পানি নামার ব্যবস্থা না করলে সব খেত নষ্ট হয়ে যাবে। আবার নতুন করে রোপণ করতে হবে। চারা পাব কোথায়? আমরা এখন কী করব।’ উত্তরপাড়া মহল্লার বাসিন্দা মেজবাহুল ইসলাম বলেন, রাস্তার পাশে পানি নিষ্কাশনের সব পথ ভরাট দেওয়ার কারণে মাঠের ফসল পানিতে তলিয়ে গেছে। কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ‘শুধু আঁওড়াতেই নয়, পুরো উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে ফসল তলিয়ে গেছে। উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। তদন্তপূর্বক দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে খাদ্য নিরাপত্তাহীনতা, কষ্ট বেড়েছে মানুষের
- লুট হওয়া ৪০ হাজার ঘনফুট পাথর সারুলিয়া থেকে উদ্ধার
- জামিনে কারামুক্ত শমী কায়সার
- ডিএমপির সব থানায় অনলাইন জিডি চালু
- ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
- জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
- ভারত, আওয়ামী লীগ, জামায়াত— দেশের মূল শত্রু: মুক্তিযোদ্ধা দল
- নতুন বিশেষ ভিসা চালু করছে চীন
- মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের
- ঝিলমিল প্রকল্পে ১৫ গাড়ি চালকের নামে বরাদ্দকৃত প্লট বাতিল
- আগস্টের ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
- কুয়েতে ভেজাল মদ পানে মৃত বেড়ে ১৩
- মনির হায়দারের নিয়োগের মেয়াদ ছয় মাস বাড়ল
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ল ৫০ শতাংশ
- শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- নীল নদ থেকে ফোরাত : আরব বিশ্বের জন্য হুমকি নেতানিয়াহুর যে সম্প্রসারণবাদী স্বপ্ন
- বাইডেনের ছেলের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলার হুমকি মেলেনিয়া ট্রাম্পের
- বিদ্যুৎ ও গ্যাস সংকট পোশাক খাতের বড় চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি
- নতুন ক্ষেপণাস্ত্র বাহিনী গঠন করছে পাকিস্তান
- ট্রাম্প-পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্কের হুমকি আমেরিকার