গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র্যাব-১৩। এ সময় তিনজনকে আটক করা হয়। বুধবার দিনাজপুর সিপিসি র্যাব-১৩-এর নায়েক সুবেদার আবদুর রউফের নেতৃত্বে একটি দল গোবিন্দগঞ্জের বাগদাবাজার এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করে। আটকরা হলেন কাটাবাড়ীর মিজানুর রহমান ও লিটন মিয়া এবং নীলফামারীর শিবু সরকার। ওসি বুলবুল ইসলাম বলেন, মামলা দিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।