নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক অফিস সহকারীকে মারধরের অভিযোগে অমিতাভ বিশ্বাস (৩৫) নামের এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। অমিতাভ বিশ্বাস খালিয়াজুরি উপজেলার কাদিরপুর গ্রামের অমর চন্দ্র বিশ্বাসের ছেলে।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বুধবার সকালে অমিতাভ বিশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যান। সেখানে অফিস সহকারী মো. রাসেল হায়দারের কাছে নিজেকে ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে অনৈতিক সুবিধা দাবি করেন। রাসেল তা প্রত্যাখ্যান করলে অমিতাভ তাকে দেখে নেওয়ার হুমকি দেন। বিকালে রাসেলের ওপর হামলা চালান অমিতাভ। আমার সংবাদের নেত্রকোনা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, অমিতাভ বিভিন্নভাবে সাংবাদিক পরিচয়ে নানা অপকর্ম করে আসছিল। তার সঙ্গে আমার সংবাদের কোনো সম্পৃক্ততা নেই।