পরিবারের সঙ্গে সাপ্তাহিক ছুটি কাটাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেলে দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ এলাকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনায় ঘটে। নিহতরা হলেন- ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের সঞ্জয় মণ্ডল (২৬) ও তার স্ত্রী শ্রাবন্তী ভাদুরী (২২)।
সিলেট : সিলেটে বৃহস্পতিবার রাতে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ফাহাদ আহমদ (২০) নামে এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সিলেট এয়ারপোর্ট সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিলেট মহানগরীর শাহপরাণের বাহুবল আবাসিক এলাকার আবদুল হকের ছেলে।
কিশোরগঞ্জ : অষ্টগ্রামে গতকাল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন।