পাহাড়ি ঢল ও অতিভারী বৃষ্টিপাতের কারণে তিন দিনে তিস্তা, ধরলা, দুধকুমারসহ রংপুর বিভাগের বেশ কিছু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এতে শরতের আগমনী বন্যার সম্ভাবনা দেখা যাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, তিস্তা নদীর পানি লালমনিরহাট এবং নীলফামারী জেলার নিচু এলাকাগুলোতে সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন এসব অঞ্চলে সাময়িকভাবে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।