নরসিংদী পৌর শহরের প্রায় সব সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শহরের প্রবেশমুখসহ প্রধান সড়কগুলোর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ আর গর্ত। পরিণত হয়েছে মারণফাঁদে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সিএনজি অটোরিকশা উল্টে যাত্রীরা আহত হচ্ছেন। দুর্ঘটনা আর যানজটে অতিষ্ঠ পৌরবাসী। সংশ্লিষ্টরা বলছেন, প্রায় সাড়ে ৬ লাখ মানুষের বসবাস নরসিংদী পৌরসভায়। এখানকার শুধু প্রধান সড়ক নয়, পাড়া-মহল্লার রাস্তাগুলোও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পৌরসভার খাটেহারা এলাকায় দেখা যায় রাস্তায় গর্ত, পানি আর ধুলাবালি। জানা যায়, ১৯৭২ সালে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় নরসিংদী পৌরসভা। ১৯৯৬ সালে প্রথম শ্রেণির মর্যাদা পায়। স্থানীয়রা বলছেন, শহরের রাস্তাঘাটের একেবারেই বেহাল অবস্থা। প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার ভিতরের রাস্তাগুলোও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এসব রাস্তায় প্রতিদিন অটোরিকশা উল্টে গিয়ে যাত্রী আহত হচ্ছেন। চালকরা জানান, এসব রাস্তায় যানবাহন চালানো খুবই কষ্টকর ও ঝঁকিপূর্ণ। পৌর শহরের বাসিন্দা দিপায়ন দাস বলেন, শহরে চলাচল অসম্ভব। সড়কে হেঁটে চলাচলেরও উপায় নেই। রাস্তা ভাঙাচোরা আর খানাখন্দ। সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। অন্য বাসিন্দা সাজু ভূঁইয়া, নরসিংদীর সব রাস্তা-ঘাট খারাপ হয়ে গেছে। সবচেয়ে বিপদে আছে সাধারণ মানুষ। সিএনজি অটোরিকশা খানাখন্দ রাস্তা দিয়ে চলাচলের সময় প্রতিদিন দুর্ঘটনায় পড়ছে। মানুষ আহত হচ্ছে। নরসিংদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম জানান, সড়কগুলো চলাচলের উপযোগী করতে শিগগিরই মোবাইল মেইনটেন্যান্স কার্যক্রম হাতে নেওয়া হবে। পৌর প্রশাসক মনোয়ার হোসেন বলেন, বিগত সময়ে যেভাবে সড়ক উন্নয়ন হওয়ার কথা ছিল, সেভাবে হয়নি। বাজেট বরাদ্দ না থাকায় নতুন প্রকল্প গ্রহণ করা যাচ্ছে না। মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়ে দ্রুত নতুন প্রকল্প নেওয়ার চেষ্টা চলছে।
শিরোনাম
- নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১
- চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
- ফের বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন মেসি!
- গ্রামীণফোনকে হারিয়ে টানা তৃতীয় জয় বসুন্ধরা স্ট্রাইকসের
- করাচি-চট্টগ্রাম সরাসরি শিপিং চালু করল পাকিস্তান ও বাংলাদেশ
- সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ
- বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না: রাজনাথ সিং
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
০২:৩০, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
/
দেশগ্রাম
অধিকাংশ রাস্তাই চলাচলের অনুপযোগী
সঞ্জিত সাহা, নরসিংদী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর