নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসতঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। উপজেলার বসুরহাট পৌরসভার মডার্ন রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- কুমোদ চন্দ্র নাথ (৪৩), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ঐর্দিকা (৮) ও ছেলে তুর্য (৪)। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে কুমোদসহ পরিবারের অন্য সদস্যরা পূজার অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ঘরের মধ্যে বিকট শব্দ হয়। ঘরের বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে দগ্ধ হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমোদের মেয়ে ঐর্দিকাকে পাঠানো হয় ঢাকায়। এ ঘটনায় ফ্ল্যাটের আসবাবসহ বেশকিছু মালামাল পুড়ে গেছে।
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাইন উদ্দিন বলেন, ঐর্দিকার শরীরের ২০, তুর্যের ১০ ও তাদের বাবা-মায়ের ২ শতাংশ দগ্ধ হয়েছে। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার আবদুল মালেক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুপুরে রান্না শেষে লাইন বন্ধ করার পর সুইচ থেকে আস্তে আস্তে গ্যাস লিকেজ হয়ে ছড়িয়ে পড়ে। রাতে পূজার জন্য মোমবাতি জ্বালালে বিস্ফোরণ ঘটে। তদন্ত শেষে বিস্ফোরণের সঠিক কারণ জানা যাবে।