কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীতে ইজারাকৃত বালুরঘাটে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার সৈয়দ মাসুদ রুমী সেতুর নিচে এ ঘটনা ঘটে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দুর্বৃত্তরা প্রায় ৪ লাখ টাকা লুটপাট করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
আহতরা হলেন- উপজেলার লাহিনীপাড়ার ফরিদ হোসেন, সবুজ ও হাসিবুল হাসান শান্ত। এদের মধ্যে ফরিদ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হঠাৎ দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১০-১২ জনের একদল দুর্বৃত্ত গুলি করতে করতে মানহা টিম্বারে হামলা চালিয়ে লুটপাট করে দ্রুত পালিয়ে যায়। ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।