টেকনাফের হ্নীলায় নাফ নদের কেওড়া বাগান থেকে গতকাল এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ১১ নম্বর ক্যাম্পের বাসিন্দা নজির আহমদের ছেলে বশিরের (৩২) বলে শনাক্ত করেছেন তার স্ত্রী খালেদা বেগম। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, ওই ব্যক্তি কীভাবে মারা গেছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে নাফ নদের কেওড়া বনে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা টেকনাফের দমদমিয়া নৌপুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।