‘চলো দৌড়াই মাদকের বিরুদ্ধে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের অষ্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘হাওড় ম্যারাথন-২০২৫’। গতকাল সকালে ইয়ুথ অ্যান্ড চাইল্ড সিকিউরিটি কিশোরগঞ্জের উদ্যোগে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কে ১৪ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়। ভোর ৬টায় অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে দৌড় শুরু হয়ে মিঠামইন জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। ম্যারাথন উদ্বোধন করেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
প্রতিযোগিতায় মো. রাব্বি প্রথম, রফি দ্বিতীয় ও রায়হান তৃতীয় স্থান অর্জন করেন।
ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অষ্টগ্রাম থানার ওসি মো. রহুল আমিন, মিঠামইন থানার ওসি আলমগীর কবির, মিঠামইন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, ইয়ুথ অ্যান্ড চাইল্ড সিকিউরিটি কিশোরগঞ্জ জেলার সভাপতি মো. শাওন প্রমুখ। তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে স্বাস্থ্যকর জীবনধারার প্রতি আগ্রহী করতে এ ম্যারাথন আয়োজন করা হয়। ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন।