বগুড়ার শাজাহানপুরে ইজিবাইকচালক মোফাজ্জল হোসেন (৫২) হত্যার ঘটনায় জড়িত অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ইজিবাইকসহ পাঁচটি অটোরিকশা, হত্যায় ব্যবহৃত চাকু, রশি ও রক্তমাখা হাফপ্যান্ট উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে শাজাহানপুর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর। গ্রেপ্তাররা হলেন- ফিরোজুর রহমান টিটুর ছেলে সজীব ওরফে ছোট সজীব (১৯), মাসসুদ হক মণ্ডলের ছেলে সজীব ওরফে বড় সজীব (২১)। পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে নিহতের লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করে সাক্ষী সোহেল রানার কাছ থেকে। তিনি ফোনটি ছোট সজীবের কাছ থেকে ৬০০ টাকায় কিনেছিলেন। এ সূত্র ধরে গতকাল ধুনট উপজেলার জয়শিং পশ্চিমপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।