নিষিদ্ধ যুবলীগের ফরিদপুরের নগরকান্দা উপজেলা সাধারণ সম্পাদক ও কোদালিয়া শহিদনগর ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ছাগলদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, গত বছরের ১০ নভেম্বর ভাঙ্গা উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের মিটিং চলাকালে ককটেল হামলা হয়। পরদিন তৎকালীন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলার আসামি মিজানুর রহমান।