রাজশাহী বিভাগের সরকারি হাসপাতালগুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে সন্তান প্রসব। বর্তমানে প্রতি ১০ জনের চার শিশু অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নিচ্ছে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ন্যাচারে সম্প্রতি প্রকাশিত গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ওই গবেষণায় দেখা গেছে, রাজশাহী বিভাগের সরকারি হাসপাতালগুলোতে প্রতি ১০টি প্রসবের মধ্যে প্রায় চারটি অস্ত্রোপচারের মাধ্যমে হচ্ছে। রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে ৩৯৩ প্রসূতি মায়ের ওপর করা জরিপের ভিত্তিতে গবেষণাটি পরিচালনা করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের একদল গবেষক। গবেষক দলের প্রধান ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবেদা খাতুন বলেন, গবেষণায় তারা রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সরকারি হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করেছেন। ফলাফল অনুযায়ী, বিভাগের সরকারি হাসপাতালগুলোতে গড়ে ৪১ শতাংশ প্রসূতি অস্ত্রোপ্রচারের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন। এ হার সবচেয়ে বেশি নওগাঁ জেলায়; যেখানে গড়ে প্রতি ১০০ প্রসূতির ৪৫ জন অস্ত্রোপচারে সন্তান জন্ম দিয়েছেন। গবেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে সরকারি হাসপাতালগুলোতে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসবের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। কিছু উপজেলা পর্যায়ের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসবের চেয়ে অস্ত্রোপচারের সংখ্যা এখন বেশি।