কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি সড়কে বাস ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে বিল্লাল মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
নিহত বিল্লাল দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিক্সার চালক। তিনি বাজিতপুর উপজেলার তালতলা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি অটোরিক্সার। এতে এর চালক বিল্লাল ঘটনাস্থলেই নিহত ও এর চারজন যাত্রী আহত হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর, ২০১৫/ রশিদা