সহকারী সচিব থেকে সকল পর্যায়ে ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, টাইমস্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহালসহ ছয় দফা দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সরকারি গুলূদয়াল কলেজ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
জেলা সমন্বয় কমিটি ও জেলা বিএমএ-এর সভাপতি ডাক্তার মাহবুব ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কলেজের অধ্যক্ষ রামচন্দ্র রায়, সমন্বয় কমিটির সম্পাদক কৃষিবিদ শফিকুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
কর্মসূচি থেকে নেতৃবৃন্দ অবিলম্বে দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর ২০১৫/শরীফ