আশুলিয়ার বাড়ইপাড়া তল্লাশীচৌকিতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ সদস্য নিহতের ঘটনায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের কোন কূল-কিনারা করতে পারেনি পুলিশ। চিহ্নিত হয়নি হামলাকারীরা। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
এদিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অপর পুলিশ সদস্য নুরে আলম সিদ্দিকী এখন আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গতকাল রাতে অস্ত্রপচার শেষে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে আশুলিয়া থানার উপপরির্দশক হাবিবুর রহমানকে ক্লোজড করা হয়েছে।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে পুলিশ হামলাকারীদের চিহ্নিত করতে কাজ করছে বলে জানিয়েছেন সাভার সার্কেল এএসপি নাজমুল হাসান ফিরোজ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে।
অন্যদিকে ঢাকা রেঞ্জের অতিরিক্তি ডিআইজি (এডমিন) শফিকুল ইসলামকে প্রধান করে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ও শিল্প পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার (এডমিন) সাইদুর রহমানকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৫/এস আহমেদ