“সুন্দরবনের বিকল্প নাই, বিদ্যুৎ উৎপাদনের বিকল্প আছে” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে গনতান্ত্রিক বাম মোর্চা।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানববন্ধ কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, বাসস কেন্দ্রীয় কমিটির সদস্য মুকুল, জেলা বাসদের সমন্বয়ক মাহাবুব হোসেন রুবেল, পরিতোষ প্রমূখ।
এসময় বক্তারা, অবিলম্বে বিদ্যুৎ কেন্দ্র অন্যকোথাও স্থাপন করে সুন্দরবনকে রক্ষার জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন