সিরাজগঞ্জে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কৃত্য পেশাভিত্তিক মন্ত্রনালয় প্রতিষ্ঠা, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরশন, অস্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিলে ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষরদানের সিদ্ধান্ত বাতিলসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ওমর আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রকৃচির জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম.মনোয়ার হোসেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এস.এম.রেজাউল করিম, সওজ নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, বিটিসিএল’র বিভাগীয় প্রকৌশলী কামরুল ইসলাম, বিএমএ সভাপতি ডাঃ জহুরুল হক রাজা, সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ নিহার রঞ্জন দাস (রোগ নিয়ন্ত্রন), জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সিদ্দীকি প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে দাবি বাস্তবায়নের জন্য সরকারের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারকের নিকট দাবি জানান। নতুবা দাবি আদায়ের লক্ষে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বক্তরা বলেন।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন