নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের এক লাখ টাকা না পেয়ে শিখা রানী (২৮) নামে এক গৃহবধূ তার স্বামীর হাতে নির্যাতিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার আতলাশপুর এলাকায় ঘটে এ ঘটনা। নির্যাতনের শিকার শিখা রানী আতলাশপুর এলাকার নারায়ণচন্দ্র বর্মনের মেয়ে।
শিখা রানী জানান, ১১ বছর আগে চাঁদপুর জেরার মতলব থানার রায়েরকান্দি এলাকার স্বর্গীয় মরন চন্দ্র বর্মনের ছেলে সুবল বর্মনের সঙ্গে শিখা রানীর হিন্দু সম্প্রদায়ের রীতি অনুযায়ী বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুই ছেলে সন্তান হয়। স্বামী-সন্তানদের নিয়ে শিখা রানী বাপের বাড়িতেই বসবাস করে আসছিলেন। এছাড়া স্বামী সুবল বর্মন একজন মাছ ব্যবসায়ী। বেশ কয়েক দিন ধরে স্বামী সুবল বর্মন মাছ ধরার জাল কেনার জন্য শিখা রানীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন। পরে বুধবার সকালে দাবিকৃত যৌতুকের টাকা না দেয়ায় সুবল বর্মন শিখা রানীকে লাঠিপেটা করে নির্যাতন চালায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (ওসি/তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘এ ধরনের ঘটনার একটি অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ