মাগুরায় বোমাসদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও আনসারউল্লাহ বাংলা সংসদ নামে একটি সংগঠনের প্রচারপত্র উদ্ধার হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ শহরের পুরাতন কালেক্টরেট ভবনের বারান্দা থেকে এগুলো উদ্ধার করে।
পুলিশ জানান, ডিসি অফিসের বিআরটিএ’র অফিসের কর্মচারীদের খবরের ভিত্তিতে পুলিশ ওই ভবনের বারান্দা থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ্য বস্তু, কাফনের কাপড়, সাবান, আগরবাতি, কপ্পুরসনহ দাফন কাফনের বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে। এ সময় সেখান থেকে হাতে লেখা একটি প্রচারপত্র উদ্ধার হয়েছে। এতে প্রেরক আনসারউল্লাহ বাংলা সংসদ ও প্রাপক আব্দুর রহমান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার নাম লেখা রয়েছে। পুলিশ বোমাসদৃশ্য বস্তুটি পানি দিয়ে নিস্ক্রিয় করেছে। পুরাতন কালেক্টরেট ভবনে বিআরটিএ ও জেলা ত্রাণ অফিস এবং উল্টো পাশে ৫০ গজের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মাগুরা জেলা প্রশাসক মাহবুবর রহমান বলেন, ‘আমি এখানে আসার পরও দেখেছি পুলিশ প্রশাসনের লোকদের ডিউটি করতে। কিছুদিন হলো তারা এখানে ডিউটি করছে না। তারা একটু সদয় ও তৎপর হলে এগুলো এড়ানো সম্ভব।’
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ/মাহবুব