বাগেরহাটের রামপালে স্ত্রীকে হত্যার দায়ে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় দেন। শহিদুল ইসলাম বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বড় নবাবপুর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি রাত তিনটার দিকে সাইদুল তার স্ত্রী নাজমা বেগমকে ধারালো দা দিয়ে জবাই করে হত্যা করেন। হত্যার পর পালিয়ে যাবার সময় গ্রামবাসী শহিদুলকে হত্যায় ব্যবহৃত দাসহ ধরে পুলিশে দেয়। ঘটনায় পরদিন ২২ ফেব্রুয়ারি নাজমা বেগমের ছেলে আব্দুলাহ-আল-মামুন বাদী হয়ে শহিদুল ইসলাম ওরফে সাইদুলের বিরুদ্ধে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা রামপাল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রউফ খান তদন্ত শেষে ওই বছরের ২৩ মার্চ আসামী শহিদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বাগেরহাটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী মনোয়ার হোসনে বলেন, ‘মামলা চলাকালে আদালত হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ওই দম্পতির ৭ বছরের সন্তান জুবায়ের কবিরসহ ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ বুধবার বিচারক এই রায় ঘোষণা করেন। শহিদুল আগামী ৭ কার্য দিবসের মধ্যে উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ