কুমিল্লার মনোহরগঞ্জে শিশু রিয়াদ হত্যা মামলায় একজনকে ২দিনের রিমান্ড এবং অপরজনকে কিশোর সংশোধনাগারে প্রেরণের আদেশ দেয়া হয়েছে।
বুধবার বিকালে কুমিল্লার ৬নং আমলী আদালতের বিচারক মুহাম্মদ ফাহদ বিন আমিন চৌধুরী এ আদেশ প্রদান করেন।
আসামিরা হচ্ছে দিশাবন্দের আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (২২) ও আবদুল মালেকের ছেলে ফারুক (১৪)।
কুমিল্লার মনোহরগঞ্জ থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, আলমগীর হোসেন ও ফারুককে আদালতে নিয়ে ৭দিনে রিমান্ড আবেদন করা হয়। আদালত তাদের মধ্যে আলমগীরকে দুই দিনের রিমান্ড প্রদান করে।
এছাড়া অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ফারুককে চট্টগ্রামের হাটহাজারী কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে। সেখানে তাকে ৮কার্য দিবসের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ বাজারের পাশ থেকে দিশাবন্দ গ্রামের খোকন মিয়ার ছেলে স্কুল ছাত্র রিয়াদের(৭) বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এ ঘটনায় খোকন মিয়া অজ্ঞাতনামাদের আসামি করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করে।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন