বগুড়ার সোনাতলা ও শিবগঞ্জের ১৮টি ইউনিয়নে ১১০ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ বুধবার শেষ সময় পর্যন্ত সোনাতলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩২ জন ও শিবগঞ্জের ১২ ইউনিয়নে ৭৮ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।
বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সোনাতলা উপজেলা ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এরমধ্যে বালুয়া ইউনিনের মেয়াদ থাকায় এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। বাকি ৬টি ইউনিয়নে বুধবার চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থীরা ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছে। উপজেলার দিগদাইড় ইউনিয়নে জমা দিয়েছেন ৬জন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে আবু তৈয়ব শামীম, বিএনপির মোকছেদ আলী। জোরগাছা ইউনিয়নে ৪জন জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে রোস্তম আলী মন্ডল, বিএনপির গোলাম রব্বানী। সোনাতলা সদর ইউনিয়নে ৩জন জমা দিয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ থেকে মাহবুবর রহমান বুলু, বিএনপির জাকির হোসেন বেলাল।
মধুপুর ইউনিয়নে জমা দিয়েছেন ৭জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ থেকে অসীম কুমার জৈন, বিএনপির মোমিনুর রহমান। তেকানী চুকাইনগর ইউনিয়নে জমা দিয়েছেন ৭জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ থেকে ছামসুল হক মাস্টার, বিএনপির আশরাফ হোসেন। পাকুল্লাহ ইউনিয়নে জমা দিয়েছেন ৫জন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে জুলফিকার রহমান শান্ত, বিএনপির লতিফুল বারি টিম। এছাড়া ৬টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেছে প্রার্থীরা।
এদিকে বগুড়ার শিবগঞ্জে ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৮ জন এবং ইউপি সদস্য পদে ৬৭৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে। এরমধ্যে সংরক্ষিত পদে ১৪৮ জন মনোয়ন পত্র জমা দিয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন