দিনাজপুরের বিরল উপজেলার বিরল ইউনিয়ন শাখা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ইকবাল হাসান রকেটকে চাঁদাবাজির মামলায় আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, বিরলের আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৫নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবুজার সিদ্দিক সাগর গত সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে বিরল বাজারে ডাক্তার মিনুর দোকানের সামনে দাঁড়িয়ে ক’জন ব্যাক্তির সাথে কথা বলছিলেন। এ সময় বিরল ইউনিয়ন শাখা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ইকবাল হাসান রকেট চেয়ারম্যান সাগর এর সাথে কথা আছে বলে পাশে ডেকে নিয়ে চাঁদা দাবি করে এবং তাকে মাথায় আঘাত করে। এ সময় চেয়ারম্যান সবুজার সিদ্দিক সাগর এর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঐ যুবলীগ নেতা রকেটকে আটক করে পুলিশে সোর্পদ করে। আহত চেয়ারম্যান সাগরকে রাতেই দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ ঘটনায় বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবুজার সিদ্দিক সাগর বাদি হয়ে আটক রকেটসহ আরোও অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে বিরল থানায় একটি দ্রুত বিচার আইনে মামলা নং-০১, তারিখঃ- ০১/০৩/২০১৬ ইং দায়ের করা হয়।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত সোমবার রাতে রকেটকে আটক করা হয়েছিল। রকেটসহ অজ্ঞাতনামা আরোও ৪ জনের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নের অপরাধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন