দেশের উন্নয়নের স্বার্থে কোন অপরাজনীতি মেনে নেয়া হবে না। উন্নয়ন কাজে বাধা সৃষ্টিকারীরা যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, দেশের উন্নয়নে যারা বিরোধীতা করে, তারা গণতন্ত্রের শত্রু, জনগণের শত্রু ও দেশের শত্রু।
বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রত্যন্ত অঞ্চলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, যারা প্রত্যন্ত অঞ্চলে কর্মরত রয়েছেন সঠিকভাবে দায়িত্ব পালন করে সাধারন মানুষকে সেবা দিবেন। সাধারন মানুষ যাতে স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসাসহ কোন প্রকার সরকারী সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর দিবেন। আর এ দায়িয়েত্ব অবহেলা প্রমানিত হলে কাউকেও বরদাস্ত করা হবে না।
হঠাৎ সারা দেশে শিশু হত্যা বেড়ে যাওয়ায় মন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, তবুও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পাশ্ববর্তী যে কোন গণতান্ত্রিক দেশের চেয়ে উন্নত রয়েছে। সভায় বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন ও মাদকসহ অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।
জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন শহীদ মোঃ সাদিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক কে এম হোসেন আলী হাসান, চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইউসুফ সূর্য, পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুর রহমান, পাউবো’র নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবু হেনা মোস্তফা কামাল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওমর আলী শেখ, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, পৌর মেয়র আশানুর বিশ্বাস, আব্দুল্লাহ পাঠান প্রমূখ। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা চেয়ারম্যানবৃন্দ ও পৌর মেয়রবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন