ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। আজ বুধবার দুপুরে বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় উড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় নিহতের লাশটি উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আব্দুস ছালমের বাসায় পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মৃত আব্দর রাজ্জাক আলীর স্ত্রী হাসিদা বেগম একমাত্র মেয়ে লাকী আক্তারকে (১৫) নিয়ে ভাড়ায় থেকে উভয়েই উপজেলার কাঠালী রাসেল টেক্সটাইল মিলে চাকরি করতো। গত ২০ দিন আগে লাকীকে টাঈাইল জেলার জনৈক আপন মিয়া নামে এক যুবকের সঙ্গে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে লাকী তার শশুর বাড়ি না গিয়ে স্বামীকে নিয়ে মায়ের বাসায় অবস্থান করে চাকরি করে আসছিল।
মঙ্গলবার সকালে লাকীর স্বামী টাঙ্গাইল চলে গেলে মা মেয়ে কর্মস্থল থেকে বাসায় এসে রাতের খাবর খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে আজ বুধবার সকালেও মা মেয়ে একসাথে নাস্তা খাওয়ার পর মা হাসিদা বেগম বাজার করতে যান। দুপুরে মা বাসায় গিয়ে দেখেন লাকী তাদের বসতঘরের ফ্যানের সঙ্গে উড়না পেঁচিয়ে ঝুলে আছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় নববধূর লাশ উদ্ধার করেছে।
ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ