ময়মনসিংহের ফুলপুরে আসন্ন ইউনিয়ন পরিসদ নির্বাচনে ১ জন চেয়ারম্যান ও ৮ জন সদস্য মনোনয়ন প্রত্যাহার করেছেন। আজ বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়ন প্রত্যাহার করে নেন।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ নং ফুলপুর ইউনিয়ন থেকে মোস্তাফিজুর রহমার খোকা মনোননয়ন প্রত্যাহার করেছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৬ জন ও সংরক্ষিত পদে ২ জন মনোনয়ন প্রত্যাহার করেন।
তিনি আরো বলেন, এদিকে হাইকোর্টের নির্দেশে জাতীয় পার্টির ৩ জনের মনোনয়ন গ্রহণ করা হয়েছে। এরা হচ্ছেন ফুলপুর ইউনিয়ন থেকে মাহফুজুর রহমান, বালিয়া ইউনিয়ন থেকে আলকাছ উদ্দিন ও সিংহেশ্বর ইউনিয়ন থেকে এমদাদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ