নরসিংদী সদর উপজেলার বাগদি বালুর মাঠ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আরিফ (৩১) ও খোকন (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় এ হত্যার ঘটনা ঘটে। চাঁদা না পেয়ে তাদের হত্যা করা হয়েছে বলে দাবি করেছে নিহতদের স্বজনরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন