বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর ৪ কর্মীকে পিটিয়ে গুরুতর আহত ও আওয়ামী লীগ নেতার নির্বাচনী অফিসে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টায় নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক আউয়াল হাওলাদারকে (৪৫) মারপিট করে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা। এদিন দুপুরে কালিকাবাড়ি বাজরে বিএনপির কর্মী আলী নুর সিকদার (৩৫), আমিনুর গাজী (৩০) ও ইকবাল খানকে (২৮) মারপিট করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা। গুরুতর আহত আলী নুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু।
এদিকে, মঙ্গলবার রাত ৯টায় হোগলাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রেজাউল ইসলাম নান্নার নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। নান্না জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ৩০-৪০ জনের একটি বাহিনী মঙ্গলবার রাতে নান্নাকে খুজে বেড়ায়। না পেয়ে তারা মিছিল দিয়ে অফিস ভাংচুর করে এবং প্রার্থীতা প্রত্যাহার না করলে হত্যা করার হুমকি দেয়। আওয়ামী লীগ নেতা নান্না জীবন বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ