লক্ষ্মীপুরের রামগতির চরগজারিয়া এলাকায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী (৯)কে ধর্ষণের অভিযোগ উঠেছে স্কুল শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় রামগতি থানায় ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার সকালে ওই নির্যাতিত ছাত্রীর বাবা বাদী হয়ে চরআবদুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্পদ চন্দ্র দাসকে আসামী করে এ মামলা করেন। পরে পুলিশ চর আলেকজান্ডারের চর ডাক্তার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত শিক্ষক সম্পদ চন্দ্র দাসকে গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটেছে, রামগতি উপজেলার চরগজারিয়ার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে।
পুলিশ ও নির্যাতিত ছাত্রীর পরিবার জানায়, রামগতি উপজেলার চরগজারিয়ার দূর্গমচর এলাকার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ালেখা করতো নির্যাতিত ছাত্রী। এ সুবাধে শিক্ষক সম্পদ চন্দ্র দাসের কাছে প্রাইভেটও পড়তো সে। সোমবার বিকেলে স্কুল ছুটির পর শিক্ষক সম্পদ চন্দ্র দাস ছাত্রীকে প্রাইভেট পড়তে স্কুলে থাকতে বলে। এ সময় ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে দরজা-জানালা বন্ধ করে ধর্ষণ করে অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায় বলে শিক্ষকের বিরুদ্ধে অভিযাগ। স্কুলছুটির পরও সে বাড়িতে না যাওয়া ওই ছাত্রীর মা স্কুলে ছুটে আসেন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং রামগতি থানা পুলিশকে জানায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার রাতে ওই ছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে রাখে। এ ঘটনায় এদিন বুধবার সকালে নির্যাতিত ছাত্রীর বাবা বাদী হয়ে রামগতি থানায় ওই স্কুল শিক্ষককে আসামী করে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ চর আলেকজান্ডারের চরডাক্তার পাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। নির্যাতিত ওই ছাত্রীকে শারীরিক-পরীক্ষা-নিরীক্ষা করানো জন্য একই দিন দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরন করে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষক রামগতি উপজেলার চর আলেকজান্ডারের চর ডাক্তারপাড়া গ্রামের সীমান্ত চন্দ্র দাসের ছেলে।
এ দিকে জড়িত থাকার কথা স্বীকার করে সম্পদ চন্দ্র দাস বলেন, এ ঘটনার জন্য তিনি অনুতপ্ত। কোনভাবেই এ ধরনের কাজ করা ঠিক হয়নি।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার সার্কেল মো: নাসিম মিয়া জানান, ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিত স্কুল ছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে অভিযুক্ত শিক্ষক।
লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ জানান, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। প্রমান মিললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন