কুমিল্লা মহানগরীর টমছম ব্রিজ এলাকায় অবস্থিত ইক্রা স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী আপন দুই বোন মিতু(৮) ও মাহীকে(৭) অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।
পরে কুমিল্লাস্থ র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে জেলার চৌদ্দগ্রাম থেকে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদের উদ্ধার করে। অপহৃতরা জেলার সদর দক্ষিণ উপজেলার আলোকদিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
এ সময় অপহরণকারী ফারজানা আফরীন এষাকে (১৯) গ্রেফতার করা হয়। সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া দাতামা গ্রামের মো. হোসেনর মেয়ে।
সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ কুমিল্লার ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর এএসপি মংনেথোয়াই মারমা জানান, ইক্রা স্কুল ও মাদ্রাসার দুই শিশু ছাত্রী মিফতাহুল জান্নাত মিতু ও নাজিয়া সুলতানা মাহী প্রতিদিনের মতো বুধবার সকালে ওই স্কুলে যায়। বেলা সাড়ে ১১টার দিকে আত্মীয় পরিচয়ে বোরকা পরিহিত এক মহিলা তাদেরকে ইক্রা স্কুল থেকে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে তাদের মায়ের নিকট ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে পুলিশ ও র্যাবের টিম অভিযানে নামে। জেলার চৌদ্দগ্রাম থেকে বিকাল সাড়ে ৫টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়।
শিশুদের চাচা মো. ইউনুস মিয়া জানান, এষা শিশুদের খালার পরিচিত। খালার মাধ্যমে তাদের বাসায় আসতো। শিশুরাও পরিচিত হওয়ায় তার সাথে স্কুল থেকে চলে যায়।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন