নোয়াখালীর চাটখিলের অপহূত এক শিশুকে অপহরণের ২৭ দিন পর লক্ষ্মীপুর কমল নগর থেকে বুধবার ভোর রাতে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইউসুফ নামের একজনকে আটক করা হয়।
জানাগেছে, গত ৪ ফেব্রুয়ারি উপজেলার দৌলতপুর গ্রামের নুর নবীর ছেলে জিহাদ (৪) কে একদল অপহরণকারী অপহরণ করে নিয়ে যায়। পরে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। চাটখিল থানার পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার কমল নগর উপজেলার মিয়ার বেড়ী এলাকা থেকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইউসুফ নামের একজনকে আটক করে। চাটখিল থানার ওসি নাসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন