নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কে বাসের ধাক্কায় সরলা (৭৬) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
সরলা উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বোড়াগাড়ি এলাকার মৃত মতি রায়ের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বিকেলে সৈয়দপুর বাইপাস সড়কের আরডিআরএস সংস্থার মোড়ে রাস্তা পার হচ্ছিলেন সরলা। এসময় দিনাজপুরগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এই অবস্থায় ওই বৃদ্ধাকে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন