আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরকারি দলের প্রার্থীরা কিছুদিন আগে হওয়া পৌরসভা নির্বাচনের মতো ভোট কেটে নিতে পারে বলে আশঙ্কা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ বুধবার বিকেলে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, এই নির্বাচন সুষ্ঠু না হলে সরকারে দুর্নাম হবে। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে। তা না হলে মানুষ ভোটের ব্যাপারে আগ্রহ হারাবে।
এরশাদ বলেন, দলীয় প্রতীকে নির্বাচন করে সরকার দেখাতে চায় সমস্ত পৌরসভা ও ইউনিয়ন তাদের দখলে। যার অর্থ দাঁড়ায় সারা দেশই তাদের দখলে।
এসময় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকার প্রমুখ।
পরে এরশাদ গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে আব্দুর রশিদ সরকার ও সেক্রেটারি হিসেবে রাগীব হাসান চৌধুরী হাবুলের নাম ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন