টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেসরকারীভাবে আ,লীগ ৪ বিএনপি ৩, আ, লীগ বিদ্রোহী ২ ও বিএনপি বিদ্রোহী ১জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নাগরপুর সদর- ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো. কুদরত আলী নৌকা প্রতীকে ৭হাজার ৪৫৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হবী ধানের শীর্ষ প্রতীকে ৫ হাজার ৩৬৫ ভোট পেয়েছেন।
ধুবরিয়া- ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমান নৌকা প্রতীকে ৫ হাজার ৬৬০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুর রহমান খান শাকিল আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৩০ ভোট।
বেকড়া আটগ্রাম- ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. শওকত হোসেন নৌকা প্রতীকে ২ হাজার ৭৮৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী আব্দুল বারী পেয়েছেন ২ হাজার ২২৯ ভোট।
মোকনা- ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. আতাউর রহমান খান ধানেরশীষ প্রতীকে ৫ হাজার ২০০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৩০০ ভোট।
সলিমাবাদ- ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দাউদুল ইসলাম দাউদ নৌকা প্রতীকে ৪ হাজার ২০০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী মো. এমদাদ হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২০০ ভোট।
ভাদ্রা- ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান খান ধানের শীষ প্রতিকে ৩ হাজার ১০০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী মো. শওকত আলী চশমা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮০০ ভোট।
সহবতপুর- ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. তোফায়েল মোল্লা ঘোড়া প্রতিকে ৭ হাজার ৪৮৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী মো. আনিসুর রহমান আনিস নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১২ ভোট।
মাহমুদ নগর- ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আনোয়ার হোসেন আনারস প্রতিকে ৭ হাজার ১৬১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী শেখ কামাল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫৯ ভোট।
গয়হাটা- ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান আসকর ঘোড়া প্রতিকে ৭ হাজার ৬০০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী শেখ শামছুল হক নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩০০ ভোট।
দপ্তিয়র- ইউনিয়নে বিএনপির প্রার্থী এম ফিরোজ সিদ্দিকী ধানের শীষ প্রতিকে ৫ হাজার ২০০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১০০ ভোট।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ ১৬/ সালাহ উদ্দীন